নির্ঘুমে রাত কাটে নিরন্তর
                          অবিশ্বাসের পীড়নে,
দুর্বল ভালোবাসার অব্যক্ত বেদনা
                   বুকের গভীরে দগ্ধ দহনে।
গ্লাণিতে তান্ডব! বেদনার,
              বিনিদ্র অক্ষিযুগলে তুষের ঘর।
আবেগে আপ্লুত স্পর্শানুভূতি দৃষ্টিহীন!
                 নীড়হারা বসন্তে আনন্দহীন।
নীলাভ জোছনার বুকে মরীচিকা,
ভালোবাসার পীড়নে গহীনে নিরন্তর একা।
ধূসর স্বপ্ন প্রভাত আলোতে
              জেগে দেখি সূর্য গ্রহণ জগতে।
জীবন্ত প্রশান্তির বাতাস আজ পীড়নে
         নির্ঘুমে রাত কাটে নিরন্তর জীবনে।
(০৭ এপ্রিল ২০১১)