নিরীহ মানুষের জীবনে সহিংস রূপ,
   জীবন সম্পদ ধ্বংসের মধ্যে
              খুঁজে পায় ক্ষমতার প্রভুত্ব।
গৌরব অহংকার ধারণ করতেই
                    দেশ-জাতি বিপন্ন,
সমঝোতা কিংবা মধ্যস্থতায় কেউ আসে না
      আত্ম অহংকারে আপোষহীন।
অর্থনীতির মূলে আঘাত হেনে
           মুচকি হেসে বলে বেশ করেছি,
সংশয় সন্দেহের দোলাচলে
                  বিপন্ন মানুষের জীবন।
আপন লোভের বৃত্তে আবদ্ধ দলীয় স্বার্থ!
         দেশ-জাতির ভাগ্য দোদুল্যমান।
ক্ষমতায় যাওয়ার স্বার্থে, দেশের স্বার্থ ভুলুণ্ঠিত
সংকীর্ণ ব্যাক্তি আর দলীয় স্বার্থ ভুলে
            দেশপ্রেমি হতে হবে আমাদের।
বিপন্ন দেশবাসীকে আগামীর পথে
নিয়ে যেতে হবে নতুন আলোর পথে,
                নতুন স্বপ্ন আর আশা জাগিয়ে
আত্মকর্মে এগুতে হবে সবাই মিলে সম্মুখে।
                      (০৫ ডিসেম্বর ২০১৩)