সংঘাত ভুলে
ঐক‍্যমতে এলে
গণতন্ত্র  বিকশিত হবে।


সকলে মিলে
কাজ করলে
অভাব দূরিভূত হবে।


হিংসার রাজনীতি
সংঘাত বাড়ায় ভীতি
মানবত থাকে না কোথাও।


ক্ষমতার লোভ
হানাহানিতে দুর্ভোগ
পরমত সহিষ্ণুতা থাকে না কোথাও।


স্বৈরতন্ত্রের লেবাসে
গণতন্ত্র  যদি চলে
দেশের চেয়ে ব‍‍্যক্তির উন্নতি হয়।


জনগণ মিলে
উঠে যদি দুলে
দেশ জাতি তার অধিকার ফিরে পায়।