ধানক্ষেতে শ্রমিক গেয়ে চলে কষ্টের গান
     একাকী কখনো বা দল বেঁধে;
         জারি-সারি-ভাটিয়ালি---
হয়ত বা কি গান সে নিজেও জানে না।
   শুধু গেয়ে চলে ধান কাঁটতে কাঁটতে,
থোকা থোকা ধানগাছ কেঁটে সারি সারি রাখে;
  সোনালী ধান ক্ষেতে ছাতি ফাঁটা রোদে।
       অনাহারে নতুবা আধপেট খেয়ে
         বৈশাখের  এই খরতাপে।
           গেয়ে চলে কষ্টের গান
   মহাজনের ঋনে প্রান করে আনচান!
আলের পরে বসে ছাতা মাথায় মহাজন
       তাগিদ দেয় দ্রুত হাত চালা,
    করুণ সুরে গয়ে চলে কষ্টের গান!
   শেষ বিকেলে ফেরে অভাবি সংসারে
                      সামান্য মজুরি নিয়ে।
শ্রমের অধিকার আর মজুরি থাকে সভা সেমিনারে।