শ্যামল নির্মল সুন্দর বাঙলার এ ধরণিতল,
সবুজের বুক শান্ত নিভৃত ছায়া সুশীতল।
আমাদের গ্রাম ধুলির আবর্ত যেন স্বর্ণ,
স্বর্গমর্তে কোলাকোলি করে যায়  চূর্ণ।
নর নারি নৃত্য করে চারিদিকে থাকে ভক্ত,
মৃত্যুপাথরের বহ্নিমুখে যেন দিচ্ছে রক্ত।
নিয়মের মাঝে নীতির খেলা এ সুন্দর ধরণিতলে,
পাখি যায় গান গেয়ে, কলতান বহে নদী জলে।
ভ্রমর গুঞ্জন আম্র কাননে, বসন্তের ফুলে ফুলে,
পথিক বিশ্রাম নেয় বটের ছায়ার ধরণিতলে।
মাঠের পরে মাঠ, তারই মাঝে শতপথ,
কষ্টে থাকি মোরা তবুও চেতনায় একমত।
আমাদের গ্রামখানি ছায়া সুনিবিড় শান্তিরস্থল,
মায়া মমতার স্বর্গ যেন আমাদের এ ধরণিতল।


                   রচনা:     ( ১৮ এপ্রিল ২০০৯ )