মানুষকে মানুষ ভাববে যখনই,
পথিবী মধুময় হবে তখনই,
নব জীবন পাবে পৃথিবী।
মনে রেখো,
সব পাথরই পরশ পাথর হয় না,
সব বৃক্ষই চন্দন বৃক্ষ হয় না
সব ঝিনুকেই মুক্তা থাকে না
সব সন্তানই আদর্শ সন্তান হয় না
সব কল্পনাই মানস সরোবর রচনা করে না।
সব জ্ঞানের চেয়ে তথ্য বড় না
সব ভালো ছাত্ররাই প্রতিষ্ঠা লাভ করে না
প্রতিভার বিকাশ ঘটাতে পারে না।
সব উপলব্ধির চেয়ে জ্ঞান বড় না।