আমাকে কেঁটো না! আমি তো কোন ক্ষতি করিনি!
               আমি নিরীহ গাছ।
এক পায়ে দাঁড়িয়ে থাকি জন্ম থেকে মৃত্যু অবধি।
     আমাকে এভাবে প্রতিহিংসায় কেঁটো না!
        আমি (গাছ) কাঁদতে পারি না!
আমাকে বীণা প্রয়োজনে প্রতিহিংসায় কেঁটো না।
  তুমি আমি মিলেই প্রকৃতিটাকে সুন্দর করেছি,
    প্রতিহিংসায় নির্বিচারে আমাকে কেঁটো না।
         তোমাদের কোন ক্ষতি করিনি
     বরং সর্বদাই উপকার করে চলেছি।
        তোমরা ধর্মের কথা বলো
        কিন্তু তোমাদের ধর্মে কি
     মানবতা, বিবেক বলে কিছু নাই?
              শুধুই কি নিজ স্বার্থ?
    উদ্ভিদ প্রাণী আমরা সবাই মহান ¯্রষ্টার সৃষ্টি।
আমি (গাছ) সর্বত্রই তোমাদের (মানুয়ের) সেবায় ব্যস্ত,
    ঝড়-বৃষ্টি-রোদ এমন কি জন্ম থেকে মৃত্যু অবধি।