আশাগুলো সব এঁকে বেঁকে চলে নিজে,
অজানার পথে, সুখের ঠিকানা খোঁজে।
রাষ্ট্র কিংবা ব্যক্তি তার কর্ম প্রেমে,
রক্তাক্ত পথে অথবা নির্বিছিন্ন শ্রমে।
                 সম্মুখে এগিয়ে যায়,
জীবন চলার পথ কখনো মসৃণ নয়।


স্বপ্ন দেখে আশা নিয়ে শ্রমেই তা সম্ভব হয়,
সেথায় জীবন আলোকিত হয়।
বিনা শ্রমে কে টিকেছে! উদাহরণ দিতে কি পারবে?
হয়ত বাপের ছিল, বিনা পরিশ্রমে তা কি টিকবে!
গচ্ছিত সম্পদ বেশি দিন স্থায়ী নয়,
সময় সম্পদ সর্বদা হাত বদলায়।


স্বপ্ন দেখে আশা নিয়ে শ্রম দিয়েছে যাঁরা,
কোটি হৃদয়ে ভালোবাসার বসবাস তাঁরা।
জেল জুলুম সয়েছে ন্যায্য অধিকার আদয়ে,
অলস অবসরে সময় নষ্ট করেনি অযথা বাক্য ব্যয়ে।
জীবন দিয়েছে দেশ জাতি জনগণের তরে,
আজ দেশ জাতি স্মরণ করছে ভক্তি ভরে।


স্বপ্ন দেখে আশা নিয়ে শ্রম দাও রোজ রোজ,
অজানার পথে পাবে সুখের ঠিকানা খোঁজ।
রবীন্দ্র, নজরুল, ভাষাণী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু;
স্বপ্ন দেখে আশা নিয়ে শ্রম দিতে ভুলেনি একবিন্দু।