স্বপ্নযাত্রায় আমরা মুক্ত স্বাধীন, কর্মে দায়িত্বশীল;
আমাদের লক্ষ্য গণতন্ত্র আমরা প্রগতিশীল।
আমাদের পথেপথে বাধা, বিপদের নেই শেষ,
তবুও আমাদের যাত্রাপথ মুক্তচিন্তর বাংলাদেশ।