পরিবেশ সেতো প্রতিকূল!
চলছি সম্মুখে, পথ হারিয়ে ফেলিনি বিলকুল।
আমরা আমাদের গন্তব্যে,
          নতুন উদ্যমে, সব বাধা ডিঙিয়ে,
নিরন্তর পথে চলছি সব
                মানুষের ভালোবাসা নিয়ে।