যা কিছু ভালো তাই নিয়ে চলছি, সবাই চলো;
স্বপ্রতিভায় উদ্ভাবনী শক্তিতে বিশ্বকে করবো আলো।
মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্নের অভিযাত্রা,
জীবনাচরণে শক্তি যোগাও এ যে সাম্য মৈত্রীর যাত্রা।