দূর গ্রহে স্বর্গীয় দ্যুতির নিঃসঙ্গতা
         স্বর্গচ্যুত দুঃখ জর্জরিত একাকীত্বে
মর্ত্যো ধূলোয় তীব্র তৃষ্ণা,
       বুকে শোণিত আশ্চর্য স্বপ্নিল আভা!
জেগে আছি খাঁ খাঁ রোদ্দুরে
                 নির্বাক সোনালী প্রত্যাশায়
অতীত শূন্যতার হতাশায়!
     তবু জেগে উঠি জলশক্তির নীরবতায়
পালাবদলের করদর্মনে
                  শীত-গ্রীষ্মের নতুন সময়ে
জীবন জটিলতার পিছুটানে
                        দূর গ্রহের আকর্ষণে।
অতীত শূন্যতার অপূর্ব সময়ে
              মহাকালের নিবিড় গভীরতায়
স্বপ্ন সুধার হৃদয় শূন্যতায়
      অশ্রু“, গান আর সৌন্দর্যের সুঘ্রাণে
রক্তের গহীনে।
পুরনো স্বপ্নস্মৃতি বিষণ্নতায় একাকার
      দূরগ্রহের স্বর্গীয় দ্যুতির নিঃসঙ্গতায়