দুর্নীতি আর স্বজনপ্রীতিতে ওরা হচ্ছে দ্রুত সম্পদশালী,
          লুণ্ঠনতন্ত্রের এ এক অভূতপূর্ব নীতি।
  দুর্নীতির বিস্তৃতিতে টের পাচ্ছে এ দেশের মানুষ,
     সম্পদ কুক্ষিগত করেছে নীতিহীন মানুষ।
  দুর্নীতি মেধা বিকাশে এনেছে জাতীয় বিপর্যয়,
দুর্নীতি ঢুকেছে রক্তে, আমাদের সমাজ ব্যবস্থায়।
বুদ্ধিবৃত্তিক দুর্নীতি আর স্বার্থবাদী মহলের ক্ষমতা
   জিম্মি করছে। ভুক্তভোগি আজ বাংলার জনতা।
    রাজনীতিতে নেই স্বচ্ছতা আর জবাবদিহিতা
নেতা-নেত্রীরা মেতেছে যেন সম্পদ গড়ার প্রতিযোগিতা!
       দুর্নীতি হরণ করছে নিরীহ মানুষের অধিকার,
  কালোটাকা আর সন্ত্রাস! দুর্নীতির পাশাপাশি অংশিদার।
রাজনীতি আজ দুর্নীতি কবলিত, জাতির কাছে ভীতি!
    জনসেবা পলাতক, সেতো নিরীহ মানুষের নীতি।
       গণতন্ত্র! সেতো লুণ্ঠিত ঐ দুর্নীতির কাছে;
  বিশ্ববিবেক হাসে দুর্নীতি আর স্বজনপ্রীতির পীছে।
  এক হও বিশ্ববিবেক! এক হও দেশপ্রেমিক জনতা!
   দুর্নীতি ঠেকাতে এক হও মানব! এক হও একতা!
দুর্নীতি কমাতে প্রয়োজন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা।
নেতা-নেত্রীর মাঝে দেখাতে হবে কথা ও কাজের সততা।
রাজনীতি থেকে দূর করতে হবে ব্যবসা ও স্বজনপ্রীতি,
   আমলাদের মাঝে থাকতে হবে আদর্শ ন্যায়-নীতি।
      সরকারি আর বেসরকারি উন্নয়ন সংস্থাকে
             দেখাতে হবে কাজের সততা আর দেশপ্রেম,
তবেই, আমরা পারব দুর্নীতি আর শোষণমুক্ত দেশ গড়তে।


                                        (০৭ জানুয়ারি ২০০৭)