স্বপ্নের সিঁড়ি বেয়ে চলি ঘূর্ণির মহাসংকটে
নির্জন রাত্রির গূঢ় অন্ধকারে আজও দিনকাটে
নীল নয়নের নীরব ব্যাকুলতায়
কখনও বা মরু মরীচিকায়
অলৌকিক মায়াময় স্বপ্নের ঘোরে
কোন এক পবিত্রতম ভোরে,
দিশেহারা উচ্চরক্ত  চাপে
দুঃস্বপ্নের রক্তিম কষাঘাতে।
সেই স্মৃতি ঘোরে আজও চলি।
হীরক দ্যুতির কোন এক মধ্যরাতে
অবলীলায় ঘূর্ণির মহাসমুদ্দুরে।
রক্ত স্রোতের ব্যথায় আছি মহাসংকটে।
দুঃস্বপ্নের স্মৃতিতে আজও দিন কাটে।
একাকী চলেছি চোরাবালির বেলাভূমিতে
আÍমুক্তির অহংকার ভুলে উল্লাসে
নীল নয়নে দুঃস্বপ্নে ভাসে!
কোন এক ইশারায় শিউলি ভোরে।
নিঃশব্দের নীরব স্রোতের কলতানে।
হেঁটে চলি সঞ্চারিত স্মৃতির  আগুনে।
দিবস রজনীর ক্লেদে অথবা স্বপ্নপুরিতে
মুক্তিমন্ত্রে জেগে উঠি দুঃস্বপ্নের স্মৃতি ঘোরে।