এই একুশে আমরা  আবার ঐক‍্যবদ্ধ হই,
দলাদলির বিভেদ ভেদে স্বাধীনতা বিপন্ন যেঐ।


এই একুশে আমরা আবার লাল সবুজের পতাকা উড়াই,
প্রভাত মিছিলে ফুলে ফুলে শহিদ মিনার ভরাই।


এই একুশে আমরা আবার ভেদাভেদ ভুলে যাই,
বাঙালির মতাদর্শে মৃতৃভূমির তরে কাজ করে যাই।


এই একুশে আমরা আবার শিকড়ের টানে এক হই,
শহিদ মিনার স্ম‍ৃতিসৌধ‍্যে চলো ফুলে ভরেছে যে ঐ


এই একুশে আমরা আবার ভালোবাসার শক্তি সাহস যোগাই
জারি সারি ভাটয়ালি রাখলি গান সবাই গেয়ে যাই।


এই একুশে আমরা আবার শপথ নিই আপন ভেবে,
মাতৃভূমি উঠবে ভরে ধনে জ্ঞানে আর গৌরবে।


এই একুশে  গর্জে ওঠো মেধা আর দেশপ্রমে,
বাংলা বাঙালির করো শ্রদ্ধা ভক্তি মাতৃপ্রেমে।


স্বাধীনতার সূর্য ঝলমলিয়ে হাসে
মায়া মমতার  উচ্ছ্বাসে।


২১ফেব্রুয়ারি 201O