সন্ধ্যা প্রদীপগুলো জ্বলে আর নেভে
দূর সীমানায দাঁড়িয়ে!
সব কিছু চেড়ে ছুড়ে
একাকী রাস্তায় দাঁড়িয়ে
দিয়েছি দু’হাত বাড়িয়ে!
চলছে সম্মুখে অজানার সন্ধানে!
আমি তব একাকি তারই প্রতীক্ষায়।
দাঁড়িয়েছি তারই ভাবনায়;
জ্বলে আর নেভে নক্ষত্র সবই
নিজের কক্ষপথে!
পথভ্রান্ত পথিক আমি
একাকী রাস্তায় দাঁড়িয়ে।
সাদা মেঘ উড়ে যায় বসন্ত ভাবনায়
নির্জিব নির্বিকার হাহাকার বেদনায়।
দাঁড়িয়ে একাকী তারই ভাবনায়,
নীলাকাশে গোধূলি নামেনি এখনও
অতিথি পাখি ফিরছে নীড়ে
আমি দাঁড়িয়ে জনতার ভীড়ে।
শূন্যে দু’হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
সন্ধ্যা প্রদীপগুলো - জোনাকী আলোর সাথে
খেলা করে
বাগান বাড়ির আঙ্গিনায়
একাকী দাঁড়িয়ে দেখেছি দূর সীমানায়।