ক্ষণিক হারিয়ে  একান্ত ভূবনে।
  দিন যায় রাত আসে
            নিয়মের গণ্ডির মাঝে,
  তুমি-আমি । আমরা সবাই
                   প্রকৃতির মাঝে!
  কত আনন্দ আর হাসি খুশি
            কতনা ছন্দের মাঝে!
  দিন শেষে গোধূলি লগ্নে
             ফিরতে হবে আবার
  এ যে শাশ্বত সত্য । অবিনশ্বর....!
  ঐ দেখ, ওরা চলে গেছে
            দূরে বহুদূরে!
                    দূর অজানায়।
   রেখে গেছে স্মৃতিটুকু,
   এমনই যেন----
   হাঁটছিলাম অন্যরকম ভালোলাগায়,
   দু’টি রজনী
          আর একটি গোলাপ
   ভালোলাগা কি যে এক উষ্ণতা!
         কে যেন বলল, “যাবেন”?
   ছেদ পড়ল হাঁটা আর ভাবনায়।
   দেখি এক পথবনিতা
           ঠোঁটে করুণ আহবান।
   হঠাৎ সবকিছু টলে যায়
                 এমনকি রাস্তাও,
   নিষ্পলক কর্মব্যাস্ত গন্তব্যের টানে
                   কোন এক দ্বিপ্রহরে।