অন্তর জুড়ে চলছে ক্রন্দন
ফুলের বাগানে ছন্দ পতন,
পরিবেশে দেখি অশনি সংকেত
     চৌদিকে শুধুই ভেদাভেদ।
জাতিতে- বর্ণে-গোত্রে এমন কি অফিসে!
কাটা ঘায়ের গোঙ্গানির মতো আঘাত আসে।
নিভানো যায় না বুকের আগুন,
    দেখলে অসহ্য বাড়ে দ্বিগুন।
সইতে পারি না অযথা ঝামেলা
      বুকে ওঠে জ্বালা।
শ্রম শোষণে মিথ্যা ভাষণে
         একপেশে শাসনে,
ভুলতে পারি না তাদের ব্যবহার
         একপেশে দেন দরবার।
অন্তর কাঁদে তবু সান্ত্বনা খুঁজি
হেন দুর্দিনে উর্ধ্বাকাশে তাকিয়ে চোখ বুজি।
                                        


     (১৩ নভেম্বর ২০০৯)