একুশ আমার প্রাণ, প্রেরণার উৎস নিরন্তর;
         বাঁচার জন্য পেয়ে যাই প্রান্তর।
     একুশ আমার হৃদয় মথিত বাণী!
একুশের মধ্যে পেয়ে যাই স্বাধীনতার মর্মবাণী।
মা, আমার ঘুম পড়াতো একুশের গল্প বলে
ঘুমিয়ে পড়েছি গল্প শুনে মায়ের কোলে।
যতবার শুনেছি আরও শুনতে চেয়েছি
রফিক-শফিক-বরকত-জব্বরের কথা।
একুশ আমার অমৃত সমান প্রিয় কথামালা,
নিরন্তর প্রেরণার উৎস বাংলায় পথচলা।
      একুশ আমার মুখের ভাষা, আমার মাতৃভাষা।
একুশ আমার দৃঢ়প্রতিঞ্জ মুষ্টিবদ্ধ হাত
একুশ আমার স্বাধীন বাঙলার সোনালী প্রভাত।
একুশ আমার ফাগুনের হাওয়া, সবুজের প্রানÍর
একুশ আমার মায়াবী  হৃদয়ে স্বাধীন মায়ের অন্তর।
একুশ আমার বিজয়ের গৌরব, স্বাধীনতার পদধ্বনি;
বাংলা আমার মাতৃভাষা, দূর হোক সব গ্লানি।