প্রতিধ্বনি ছুটে আসে মরুভূমির মরীচিকায়,
       ধূলা-ভস্মের মহাকালে;
স্বর্ণের ফেনিল সাগরের প্রেম-ত্যাগ-তিতিক্ষায়!
আর অবয়বহীন মানচিত্রে; কাল-যমুনার স্রোতে,
এক সীমাহীন সমীচীন ভরা পূর্ণিমা রাতে।
অবিনাশী বিদায় বিসংবাদে
                  প্রতিধ্বনি ছুটে আসে।
নীল খামে সবুজ কালির ক্ষুদ্রাক্ষরে
                        সীমাহীন দীর্ঘ বেদনায়।
নষ্ট সময়ের নিরুত্তাপ তিমিরলগ্নে
অগ্নির স্রোতের বৈচিত্র্যহীন উজ্জ্বল লেলিহান।
প্রতিধ্বনি ছুড়ে আসে শীত বৃষ্টির সন্ধ্যায়।
                    কুয়াশার নীরব ঊষালগ্নে
রাতদিনের ভাবনাহীন সন্ধিক্ষণে
               কালবৈশাখীর গোধূলি লগ্নে!
তপ্তক্ষরার মায়াবী মরিচিকায়
প্রতিধ্বনি ছুটে আসে ভেজা কাকের
    কর্কশ স্বরে, লাগামহীন বর্ষায়।
নীলচোখের যবনিকায়
সোনালীর মোহবন্ধনে
      রূপসী প্রেমের সখ্যতায়
                 নিঃসঙ্গ বিষণ্ন প্রেম সন্ধ্যায়।
নীরব উচ্ছ্বাস শরতের শিশিরে
                শিউলি মালার ভরা পূর্ণিমায়
নীলকষ্টে-দূরন্ত উচ্ছ্বসে!
         বসন্তের কলেজ ক্যাম্পাসে
পাতাঝরা শীতের শেষে বসন্তের আগমনে
প্রতিধ্বনি ছুটে আসে কচিপাতার জাগরণে।
হাওয়া বদলের দিকনির্দেশনায়
  শীত পাখির আগমনে
       অতীত স্মৃতির মহাগর্ভে সভায়,
বেদনাসিক্ত কুয়াশার অশ্রুজলে
         স্বাদগন্ধহীন অনাবিল ভালোবাসায়
                      হৃদয়ের স্মরণীকায়!
বিদায় বিসংবাদের ক্রান্তিলগ্নে
প্রতিধ্বনি আসে নীরব উচ্ছ্বাসে
                     বেদনার নীল কষ্টে।