ঈদের খুশি ঈদের হাসি সকল পাড়াময়,
ঈদের মাঠে নামাজ শেষে আনন্দ সেথায়।
ধনী গরিব, রাজা প্রজা কাঁধ মিলিয়ে দাঁড়ায়,
নাই ভেদাভেদ এখানেতে, আনন্দের মেলায়।


ছোটরা তাই সকাল থেকেই  খুশিতে আত্মহারা,
গোছল সেরে আতর সুরমায় সুগন্ধিতে ভরা।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘুরছে স্বজনদের বাড়ি,
শহর থেকে গ্রামে ফেরে নাড়ি টান যে সবার বাড়ি।