উৎসব, ইবাদত, সংযম শান্তির পথে;
স্রষ্টার প্রতি আনুগত্য করো আপন কাজে সৎ পথে।
কোরবাণীর প্রথা সেই ইব্রাহিম (আ) থেকে,
আত্মত্যাগ, আত্ম্যোৎসর্গ শক্ত করো মানবতার ভীতকে।
কোরবাণী করে পাপমুক্ত করো। নিজেকে করো বিসর্জন;
গরিব-মিসকিনদের বিলিয়ে দিয়ে করো স্রষ্টর নৈকট্য অর্জন।
মানুষ তোমার হুশ ফিরিয়ে মনুষত্ব জাগাও,
তোমার পশুত্ব ও অহংকারকে কোরবাণী দাও!
সত্য, সুন্দর, কোরবাণীর মাহত্ম্য বিবেক জাগানো;
ধনী-গরিব, প্রজা-বাদশাহ এক কাতারে দাঁড়ানো।
মুসলিম উম্মার বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযাহ,
প্রতি বছর জিল হজ মাসের ১০ তারিখে আসে ঈদুল আযাহ।
শান্তি, মানবতায় বিবেক জাগিয়ে হিংসা ভুলে যাও;
কোরবাণীর শিক্ষায় আত্মঅহংকার ভুলে মানবতাবোধ জাগাও।