প্রতিদিনই একটি দিন,
একই নিয়মনীতির আবেগ ভালোবাসা;
একই মানুষগুলো নিষ্ঠুর হয়ে ওঠা!
বড়ই নিষ্ঠুর এ পুনরবৃত্তি।
অবদমনের তাড়নায় মানুষগুলো হয়ে ওঠে রক্তপ্রবণ,
সম্পর্কের ঠুনকো অজুহাতে
কুপিয়ে মারছে, পুড়িয়ে মারছে
গলাকেটে মারছে, দমবন্ধ করে মারছে;
আরও কতো কি! ভাবা যায় সে দৃশ্য!
এ অশান্তির ভীড়ে কি করে ভালো থাকা যায়!
কষ্টমুখর মানুষগুলো --
জীবিকার টানে ছুটছে আর ছুটছে
রোদ-বৃষ্টি-ঝড় ঠেলে।
প্রতিদিন সূর্য তার কোমল আলোয়
চারপাশ ভরিয়ে দিতে চায়
পাখির মিষ্টি গানে - বুকভরা ভালোবাসা নিয়ে
আনন্দ উল্লাসে থাকতে চাই
কিন্তু তা কি পারি!
বাতাস ভারি হয়ে ওঠে স্বজনহারা মানুষের কাঁন্নায়!
জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যায়।
স্বার্থের কাছে জিম্মি হয়ে সাহস হারিয়ে
ইচ্ছা শক্তির স্বপ্ন বুনতে পারি না!
স্বপ্নের উদ্যানে দুঃস্বপ্নের বর্বরতা ভীড় করে।
(১২ নভেম্বর ২০১৭, রবিবার)