মিছে কেন ভেদাভেদ, কে নারী আর কে নর!
সকলকে মানুষ ভাবো, দেখবে জগৎ কতো সুন্দর।
আপন আপন কাজে আপনারে লয়ে
হিংসা দ্বন্দ্ব ভুলে চলো সম্মুখে এগিয়ে।
জাত-গোত্র-পদবি এ নহে কোন পরিচয়,
আপনাকে যে চিনেছে সে বড় মহিমাময়।
বংশ মর্যাদা নিয়ে মিছে করো না বড়াই,
মৃত্যু আসলে যেতে হবে এ সব ছাড়াই।
তুমি কে আমি কে! নর কিংবা নারী এ সংসারে
আমরা সবাই মানুষ, বিশ্ব মানব সংসারে;
ভেদাভেদ ভুলে চলো দাঁড়াই, মানবতার পতাকা তলে,
মানবতার জয়গান গাই, ধনি-গরিব, উচু-নিচু ভুলে।
(১০ জানুয়ারি ২০১৬)