বৃথা ক্রন্দন বৃথা অশ্রুজলে
দিবানিশি কেঁদে ফেরে ব্যর্থ নয়ন জলে।
অনাদি বাসনা! সংসারের যাতনা !! কে জানে?
অতৃপ্ত কামনা নিত্য মনে প্রাণে।
খুঁজে পাই মর্মতানে,
                 আলাপন তার সনে।
অন্তরে কি আছে? মানব মনের বাসনা!
সন্ধ্যা প্রভাতে অজান্তে তারই প্রর্থনা।
ভাবে কি তার কথা ! তবু ভেবে মরে বারবার।
রঙিন স্বপ্নে বিভোর তাই ফুরসৎ নাই তার।
বৃথা চেয়ে থাকে ফেরার পথে!
আঁধারের বেলায় যদি আসে প্রভাতে।
                                            


   (০৯ নভেম্বর ২০০৯)