শতাব্দীর মন্থনে অনুভবের অভিযাত্রা
                  অভিলাষী মনের আয়োজন
পুনজর্ন্মের উৎসব অনুভবের ভেজা পাথরে।
স্মৃতির সুঘ্রাণে, নিয়তির অনুভবে দোলে
        নীরব বেদনা ভোলে
          একাকী চলে ভোরের বাতাসে
শিষ্ আর সুরে অরণ্যের বাঁকা পথে।
অনিদ্রায় পোঁড়া চোখে চৈত্রের তাপদাহ!
            তবু শ্রাবণের অনুভবে নিশ্চুপ।
শিহরণ - সংশয় ভরা মন তৃষ্ণায়,
বৃষ্টি  স্নানের অনুভবে যাত্রাবিরতি
বিস্ময়ে ছুঁটে চলে অযাচিত অনুভবের ভাবনা।
      (১০ জুলাই ২০১৪)