রঙের বাহারে ঋতুবৈচিত্র বাংলায় হররোজ,
বাংলার বর্ষবরণে নতুনের বিচিত্র সাজগোজ।
মাটির পাত্রে পান্তা ইলিশের রসিক ভোজন,
রঙিন ফতুয়া-কুর্তায় শোভাযাত্রার আয়োজন।


          দাবদাহ প্রকৃতিতে বিদায় ঋতুরাজের,
খেজুর ভাঙ্গার উৎসব বাংলার চৈত্রসংক্রান্তিতে।
নতুন সূর্যবরণ উৎসবে মাতে নববর্ষের বন্ধনায়,
পুরাতন হিসাব চুকায় বাংলার শুভ হালখাতায়।


জীবন রাঙাতে কর্মে ব্যস্ত, জীবনের পাতা বদলায়,
বাংলার আনাচে কানাচে এক হয়ে বৈশাখী মেলায়।
                    প্রাণে জাগে নবযৌবনের উচ্ছ্বাস,
জীবনের পরতে ছড়িয়ে পড়ে উদ্যাম আগামীর বাস।


হিসাব-নিকাশ চুকিয়ে অপ্রাপ্তির যোগফলে ঘটে,
মলিন বেদনাক্লেশে প্রাপ্তির আশায় নতুনে জেগে ওঠে।
সাম্প্রদায়িকতা ভুলে বাংলার মাঠে আগামীর চেতনায়,
চৈত্রসংক্রান্তি শেষে নতুর বছরের জীবন ভাবনায়।


                          বর্ষবরণে বাংলার নববর্ষে,
আত্মশুদ্ধির প্রত্যয়ে শুরু হয় জমা-খরচের হিসাব কষে।
মনের কালিমা মুছে সবাই জেগে ওঠে আলোয়,
অপশক্তি দূর হোক, অটুট থাকুক আগামীর পথচলায়।


জেগে উঠুক মানবতার সম্প্রীতি আর সমৃদ্ধির বন্ধনে,
মানবতার জয়গান গায় যেন বাঙালির নবস্নানে।
দূর্জয় প্রাণের আনন্দে জেগে উঠুক বন্ধুত্বের বন্ধনে,
            নববর্ষের উৎসবে আজ এ বর্ষবরণে।


#### কবিতাটি বাংলা নববর্ষের  স্মরেণ লেখা #######