অন্ধকারে আছন্ন রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা
মরীচিকার পিছে ছোটে নেতা-নেত্রী;
আলোক কণিকায়, তবু পথ হারিয়ে
ছোটে অন্তহীন অজানা অন্ধকারের যাত্রী!


ক্লান্ত জনগণ জীবনে আলো খোঁজে,
বিষণ্ণ কাঁন্নার স্তব্ধ ধুঁ ধু বুকের মাঝে।
প্রার্থনা ভুলে, তোষামোদ কর্তার কাজে,
পথ খোঁজে জাতির বিবেক অন্ধের মাঝে।


জাতীয়তাবাদ ভুলে সাম্প্রদায়িক চেতনা,
নীতি আদর্শ শুধু নীতি কথায় সান্ত্বনা।
অনৈতিক কাজে ব্যস্ত ঐ উপরি আয়ে,
পথ হারিয়ে পথ খোঁজে নীতিকথা কয়ে।


জাতি রাষ্ট্র পথ খোঁজে আলো আঁধারে,
অবক্ষয়ে ডুবে ধর্মীয় স্লোগান ধরে।
(১৬ মার্চ ২০১৩)