বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস
হাজার বছরের ঐতিহ্যের মিলেমিশে বাস
উদ্ভাবনী আর সৃজনশীল কর্মে জেগেছে আগামীর দেশ,
জেগে উঠা মেধা-শ্রমের বাংলাদেশ।
সৃজনশীল উদ্যোগের সমন্বিত প্রয়াসে,
বর্তমান ও ভবিষ্যতের প্রতিচ্ছবি ভাসে।
এদেশ আমাদের সকলের সবার,
আমাদের কাজ যেন হয় সময়োপযোগী, বাস্তব নির্ভর;
আমলাতান্ত্রিক জটলতা আর অপরিকল্পিত উদ্যোগ,
আমাদের সোনার দেশটা যেন রক্ষা করতে পারি ত্যাগে।
অপরিকল্পিত প্রকল্পের চাপে বাড়ে প্রতিবন্ধকতা,
সমস্যা সমাধানে কাজে যেন থাকি সততা।
আমরা আধুনিকতার ছোঁয়ার প্রযুক্তি নির্ভর হয়ে উঠছি,
মনুষত্ববোধের তন্ত্রী ছিঁড়ে বড় বেশি স্বার্থপর হচ্ছি।
ক্ষোভ-হতাশা আজ দুর্নীতির কাছে আত্মসমর্পণ করছি,
ঐতিহ্যের একান্নবর্তী পরিবার ছেড়ে সুখি পরিবার খুঁচ্ছি।
(রচনাকাল: ০১ ফেব্রুয়ারি ২০২০)