ফিরে এসো ছাত্র সমাজ


তোমারা যারা ছাত্র আজ দেশ গঠনের কারিগর,
লেখাপড়া শেষ করো ; তারপর যাও দেশগড়ার।
বইখাতা আর কাগজকলম ছাত্র ভাইয়ের পরিচয়,
বক্তৃতা আর বিবৃতি, সন্ত্রাসী কাজ শুভ নয়।


ফিরে এসো! আসবে কি ভাই ? ঘৃণিত ঐ পথ থেকে ?
সময় আছে, ভেবে দেখো, তরুণ সমাজ আজ থেকে!
তোমরা তো ভাই জাতির অরুণ, দেশের কর্ণধর,
তবু কেন? সন্ত্রাসের বন্দি ফাঁদে ছাত্র তরুণ একাকার।


তোমরা যারা ছাত্র আজ বিদ্যাপীঠে অধ্যয়ন রত,
কলম ছেড়ে অস্ত্র কেন? এ প্রশ্ন আজ জাতির মুখে!
বিদ্যাচর্চা দূরে রেখে হয়েছে কি কেউ মহাজ্ঞানী?
বিদ্যাবুুদ্ধি আর বই পড়ে হয়েছে সবাই সম্মানি।


ফিরে এসো! আসবে কি ভাই! তরুণ ভাই ।
সময় শেষে থাকবে না আর মেধা-সাহস-শক্তি ,কর্মক্ষেত্রে পাবেনা ঠাঁই।
সন্ত্রাস আর সহিংসতা দিয়ো না আর ঘৃণিত ঐ কর্মসূচি
মরবে হয়তো তোমার এক ছাত্র ভাই! হারাবে এক সহপাঠি।


ফিরে এসো! আসবে কি ভাই? ছাত্র ভাই আমার।
তোমরা দেখেছ মৃত্যু হলে হয় মিছিল, সমবেদনা,তদন্ত কমিটি
শান্তনার বাণী, উগ্রবক্তৃতা, রক্তেরশপথ আর পাল্টাএ্যাকশন।
ফলে আরও জীবন নষ্ট, বিদ্যাপীঠ বন্ধ ঘোষণা, পাল্টা ভাষণ


ফিরে এসো! আসবে কি ভাই? বিদ্যাপীঠের ছাত্র ভাই।
হলদখল আর সন্ত্রাস কেন? বইয়ের মাঝে খোঁজ ঠাঁই।
জাতির বিবেক আজ প্রশ্ন করে এ অবস্থার দায়ীকে ?
ফিররে যখন, দেখবে তখন চারিদিকে সন্ধ্যা যে!


ফিরে এসো! ফিরে এসো! আসবে কি ভাই? মুক্ত চিন্তার আজ
পথভ্রষ্ঠ ভাইবোনেরা, নীতিভ্রষ্ঠ তরুণ সমাজ,ছাত্র সমাজ
অনিশ্চয়তার অন্ধকারে ডুব দিয়ো না বিভ্রান্তির ঐ কূটচালে,
এই আকুতি ফিরে এসো! জড়ায়োনা সন্ত্রাসির গহীন জালে।


ফিরে এসো! ফিরে এসো ছাত্র সমাজ! তরুণ সমাজ।
অধঃপতন আর অবক্ষয়ের আসক্তি থেকে ফিরে এসো।
হৃদয়কে আলোকিত করো, জ্ঞানের বহিৃ শিখা প্রজ্বলিত করো,
বই ধরে আজ বিদ্যাপীঠে শান্তি শিক্ষা ঐক্য জাগ্রত করো।


অস্ত্র ছেড়ে ফিরে এসো! বই-খাতা-কলম ধরো! জ্ঞানে মগ্ন হও।
ভেবে দেখো, এখনো সময় আছে, মেধা-বুদ্ধি আছে। আছে বাহুতে বল।
ফিরে এসো ছাত্র সমাজ! ফিরে এসো তরুণ সমাজ! ফিরে এসো।
জ্ঞান-বিজ্ঞানে আর দেশগঠনে বিজয়ের নিশানে সর্বত্র ভাসো।