শিল্প-সাহিত্যের জন্য দরকার স্বাধীনতা
জোর করে শ্রদ্ধা আদায় করা যায় না
স্তাবকতা, অতি উৎসাহ, চাটুকারিতা
বৈষয়িক সুবিধা দেয়। সেখানে নেই সততা,
স্বমহিমায় চিরভাস্বর উজ্জ্বল আজ ইতিহাস,
চাওয়া-পাওয়া ছিলনা, আকুতি বাঁচার দীর্ঘশ্বাস।
চাটুকারিতা, অতিউৎসাহ ভয়ঙ্কার
ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর,
সুশাসন-সুনীতির লড়াইয়ে এক হও
নতুবা মানবতা, শ্রদ্ধাশীল সমাজ থেকে হবে উধাও।
অন্যায়, দুর্নীতি জেকে বসবে প্রশাসনে
আমলাতান্ত্রিক গড়িমসিতে সব যাবে রসাতলে।
নীরবে জাপটে ধরবে অপরাধ, সমাজ হবে ভয়াবহ
চাটুকারির চাটুকারিতায় শিল্প-সমাজ হবে দুর্বিসহ।
(০৫ জুলাই ২০১৭)