ভীত যদি হয় শক্ত তোমার
                     জ্ঞানের গভীর সর্বপর,
প্রতিভা  তোমার  উঠবে  জেগে
            ডাক পাবে তুমি  সবার আগে।
যদি তুমি  ছোটো জ্ঞান বিজ্ঞানের পিছে
             চাকরি  ছুটবে তোমার  পিছে।
তাই যৌবনে জ্ঞনের ভীত মজবুত করো
      অন‍্য ভাবনা মাথা থেকে  দূর করো।
তোমার ভাবনা তুমি  ভাবো
     চিন্তা-চেতনায় সুপ্ত প্রতিভায় জাগো।
বইয়ের মাঝে নিজেকে খোঁজ
       সময়ের সৎ ব‍্যবহার সময়ে করো।