মুক্তচিন্তা মানে জ্ঞানের সাগরে ডুব দেয়া,
                            আপন কর্মে চলা।
জাতিকে নতুন পথের সন্ধান দেখানো,
                    সবাই মিলে এগিয়ে চলা।
তোমরা দেখেছো- মহাপুরুষ, মহাজ্ঞানী,
              মহামনীষিদের জীবন ইতিহাস;
মানবতার কল্যাণে, সত্যের জয়গানে
                বিশ্বের জন্য তাঁরা সেবাদাস।
তাঁদের ধ্যান-জ্ঞান ছিলো
         মানবাতর জয়গান, মুক্তির আহবান।