ভালোবাসায় জীবন হয়ে ওঠে মধুময়,
ভালোবাসার অনুভবে জীবন পূর্ণতা পায়।
প্রেমের পরশে সবাই তো ভালোবাসা চায়,
নয়ণ ভরিয়ে হৃদয় ছোঁয়ায় মনের আঙ্গিনায়।
বিরহ বেদনায় কখনো মনকাননে ভীড় জমায়,
ভালোবাসায় অশ্রু ঝরায় জীবন যে আবেগময়।
স্বার্থের বলিদানে অগ্নিদহনে ভালোবাসা হারায়,
হৃদয় মনের অনুতাপে কখনো জীবন রাঙায়।
অঞ্জলিপুরে নিঃস্বার্থে মালা দেয় দু’জনায়,
জীবনের পূর্ণতা আনে মনে ভালোবাসায়।
(০৮ জুলাই ২০২০)