জ্ঞানবৃক্ষের ছায়াতলে জ্বলছে আজ তুষের আগুন,
দুরারোগ্য ব্যাধিতে জাতিকে খামছে ধরেছে শকুন।
হৃদয়ের অনুভূতি অনুভবে ব্যথায় ব্যাথিত জর্জরিত,
স্বপ্নহীন দ্যুতি নিয়ে কুসংষ্কারে মরে অমরত্ম।
আঁধারে আঁধারে জ্ঞানবৃক্ষ ঢেকে দেয় ছায়াতল,
বইখাতা তুলে, রাজপথে নেমে, স্লোগানই বল।
জ্ঞানদ্বীপ নিভিয়ে চুপিসরে অবাধে চলে আঁধারে,
ফেসবুকে লাইক কমেণ্টস ধূসর ডানায় ভর করে।
জ্ঞানবৃক্ষের ছায়াতল আঁধারে ঢেকেছে ঐ তীব্র কম্পন,
জাত পরিচয় ভুলে, টাকার গরমে করে জীবন অঙ্কন।
জ্ঞানবৃক্ষ চুপিসরে আঁচলে মুখ ঢাকে আঁধারে অভিমানে,
জ্ঞান চক্ষু অন্ধ রেখে সম্পদের গরমে মরে অপমানে।
তীর্থযাত্রীরা দিশেপায় না থমকে দাঁড়ায় জীবন ধারায়,
জ্ঞানবৃক্ষ আঁধারে ডুবছে, কাণ্ডারি দেখে না সেথায়।
তখন স্রোত এসে কূল ভেঙ্গে দেয় অজানা বালুচরে,
অজ্ঞতায় ভর করে জীবন, আটকায় বারেবারে।
যতই আসুক তীব্র খরা, কালবৈশাখী, বন্যা ঝরা;
এসো জ্ঞানের ছায়াতলে আসি, জ্ঞান বীনা জীবন মরা।
                                      (১৩ জুলাই ২০১২)