প্রাচীন কালে ইটালির সিসিলি দ্বীপের রাজা,
তার কবল থেকে রক্ষা পেতনা কোন প্রজা।
ঠিক সে সময়, গ্রীক পদার্থ ও অংকশাস্ত্রবিদ
চারিদিকে সুনাম, নাম ছিল আর্কিমিডিস।
চিন্তায় মরে, জরুরী মন্ত্রীসভার বৈঠক ডাকে!
চিন্তায় সভাসদ। রাজার দিকে চায় ফাঁকে ফাঁকে।
হুঙ্কার ছেড়ে রাজা বলে, মন্ত্রীত্ব থাকবে না তোদের !
ভেবে কেউ কিছু না পায়; শুধুই হাহাকার সভাসদের।
দিনের পর দিন, এভাবে চলে মাসের পর মাস,
সমাধান মেলে না, সভসদের চোখেমুখে হতাশ।
খাওয়া ঘুম নেই , চিন্তায় সমগ্র সভাসদ রাজি !
সহসা একজন বলল, বেটা বড্ড ধুরন্দর পাজি।
খোঁজাখুঁজি করে দমাবার পেল না কিছু,
তবুও রাজার নির্দেশে লেগে রইল পিছু।
ধরেছে চেয়ারে বসে ছারপোকা আর ঘুন,
মতলব আটে বেটাকে করতে হবে খুন।
ঘটনা ক্রমে এলো রাজার স্বর্ণমুকুটের কথা,
খাদ বের করে দিতে হবে ভাবল তারা তথা।
আনন্দে উল্লাসে সভসদে উঠল আনন্দের ফোয়ারা,
বেটা আর্কিমিডিকে দমাবার উপায় পেয়েছি আমরা।
রাজার নিকট খবর গেল, উপায় পেয়েছি একটি,
বলে দিতে হবে ওকে! স্বর্ণমুকুট কতটুকু খাঁটি।
রাজার নির্দেশে ডাকা হলো আর্কিমিডিসকে,
সভাসদ বলে, বোঝা যাবে কতো বড় বিদ্বান সে!
সভাকক্ষে ডেকে সম্মুখে বলল রাজা আর্কিমিডিসকে,
কতটুকু খাদ আছে মুকুটে? বলে দিতে হবে তোমাকে!
সঠিক উত্তর না দিলে? দিতে হবে তোমার গর্দান
এবার দেখব আমি বিশ্বে কার আছে কতো সম্মান।
আর্কিমিডিস ভেবে বলল, ক’দিন সময় চাই মহাশয়!
বলল রাজা, এর মধ্যে সমাধান দিতে হবে তোমায় ।
ফিরে এসে বাড়ি, সব কিছু ছেড়ে, আর্কিমিডিস বসল ধ্যানে
ভেবে চিন্তায়, মনে মনে বলে, কেন দিল এ কাজ অকারণে!
চিন্তায় চিন্তায় খাওয়া নাই, ঘুমকে করেছে হারাম,
জীবন থেকে তাড়িয়ে দিয়েছে সে থেকে আরাম!
ধ্যান জ্ঞান মন চিন্তায় মগ্ন, দিনরাত ঐ কাজে,
গর্দান যাবে। একটি কথাই বারবার কানে বাজে।
সপ্তহ শেষ, ভাবছে বসে আর তো ক’ঘণ্টা বাকি,
মনে মনে বলে তাহলে আমি কি ভণ্ড বোকা ফাঁকি!
ভাবতে ভাবতে অনমনে চৌবাচ্চায় গোছলে যায়,
পানিতে নেমেই আর্কিমিডিস উত্তর খুঁজে পায়।
পানিতে নামতেই দেখল কিছু পানি উপচে পড়ে
অমনি, “ইউরেকা। ইউরেকা।” বলে ছুটর দরবারে।
স্বর্ণমুকুট এনে বের করে দিল মুকুটের খাদ!
স্বর্ণের সঠিক পরিমাণ আর কতটুকু তাতে খাদ।
স্বর্ণকারকে ডাকল রাজা আর্কিমিডিসের কথা শুনে,
আর্কিমিডিসের মতো বলে দিল স্বর্ণকার গুনে গুনে।
তারপর আর্কিমিডিসের সুনাম ছড়াল দ্বিগুন
হিংসায় জ্বলে তারা অর্কিমিডিসকে করণ খুন!
হত্যার সময় হাত জোড় মিনতি করে বলে যায়,
আমাকে খুন করো, তবে আমার থিওরিকে নয়।