জ্ঞানের পথ খুবই কষ্টের এবং দীর্ঘময়;
                         তবুও আনন্দময়,
এখানে প্রবেশ করতে হয়
          ধ্যান জ্ঞানের কঠোর সাধনায়।
সর্বদা সময়ের কাজ সময়ে শেষ করতে হয়।
চাইলেই যে পাওয়া যায় এমন নয়।
                     যাত্রার শুরুতে উদ্দীপনা পেলে,
চমৎকার অনুভূতিতে সৃজনশীল চিন্তা আনে তুলে।
এ পথ কণ্টকাকীর্ণ
          সময়ের অপব্যবহার না করে
দূর করো মনের সংকীর্ণ।
জ্ঞানের সাধন ধ্যান-জ্ঞানে
আর প্রেমের সাধন হৃদয় কোনে।
             শ্রম-মেধা , চিন্তা- ভাবনা
আলোস্য করলে জ্ঞানের সাধন হয় না।
জ্ঞানি-গুনি মহারথি মানব সংসারে সবাই,
মানব হৃদয়ে মহামানব হয়েছে জ্ঞান সাধনায়।



( ১২ ডিসেম্বর’২০০৯)