বুকের ভেতর অলৌকিক তোলপাড় যেন সুনামি
রাতের আঁধারে খুঁজি স্মৃতির নীল নির্জনে ,
দ্বিধা-দ্বন্দের মাঝে চলে সংসার!
আতঙ্ক আর ভয় দৃষ্টিতে বারবার!
অন্তহীন আকাশে কালবৈশাখীর আনাগোনা,
আত্মবিশ্বাস হারিয়ে অবিশ্বাস আজ সবার মাঝে!
যতবার বলেছি ততবার আঘাত পেয়েছি!
নিঃসঙ্গ! দীর্ঘ নিশ্বাস ছাড়ি দিনরাত ধরি।
অদ্ভুত স্বপ্ন দেখি!
চৈতের আকাশে ঘন কুয়াশা
কেউ আগের মতো ছুঁয়ে দেখে না!
বুকের ব্যথাটা আবার অনুভব করি, এমন কি;
বুকের গভীরে জমে থাকা সদ্য কথামালা।
অলৌকিক তোলপাড়, মেলেনা হিসেব
পুরাতন আর নতুনের মাঝে যেন সব গরমিল,
চারিধারে অবিশ্বাস। বিশ্বাস ভেঙ্গে চুরমার দিল।
দেহ-মন অদ্ভুত জানোয়ারের আক্রমণে ক্ষত-বিক্ষত;
গোধুলি সন্ধ্যায় আলো নিভে একাকি থাকি অবিরত।
নিষ্পলক চেয়ে থাকি অন্তহীন আকাশের দিকে,
বিরক্তিকর তিতা কথায় হয়ে যাই ফিকে।
বলতে পারি না! অদ্ভুত আঁধার ভীড় করে সম্মুখে,
আচমকা বিরক্তি কর কথায় । সব কিছু ভুল,
ভীষণ উৎকণ্ঠয় জীবনের হিসাবে অদৃশ্য গরমিল।