গুমোট যন্ত্রণা আর অস্থিরতায়
               চারিদিকে ক্ষোভে মরে, এ অখিল;
বিশ্বাসের অবনতি নৈতিকতায়,
           জীবনের সহজ সমীকরণ তবু জটিল।


হৃদয়ের কেন্দ্রবিন্দুতে সমাজের অবক্ষয়
             তবু তারই সান্নিধ্যে পথভ্রষ্ঠ পথিক,
সর্বনাশের অদৃশ্য কুয়াশায়
                    অস্থিরতা সঙ্গতিহীন আর্থিক।


সমাজ আঁধারে ঢেকে যায়
                    কেঁপে ওঠে পথহারা পথিক,
হঠাৎ আলোর ঝলকানিতে চমকায়
              যন্ত্রণা বাড়ে চেয়ে থাকে সেদিক।


ক্লান্ত দেহ দূর্বল হৃদয় মিশে যায়
                   জমাট বিষণ্নতা কষ্টের রাত,
গুমোট যন্ত্রণা আর অস্থিরতায়
                  অনাবিল হাসি তবু অশ্রুপাত।


ক্রমন্বয়ে গিলে ফেলে মিশে যায়
                           আশার সবটুকু আলো,
কেঁপে ওঠে ভৌতিক আলোর ফোয়ারায়।
                      তার মাঝে শীতল আর্তনাদ,


জমাট বাঁধে প্রবাহমান রক্তকণায়
                     শীতার্ত শরীরে খোঁজে স্বাদ।
আর্তনাদ বাংলার বাতাসে যন্ত্রণায়
                পথভ্রষ্ঠ পথিক মরীচিকার মাঝে,


অস্থিরতা বাড়ে গুমোট যন্ত্রণায়
                 নীতিভ্রষ্ঠ নেতার চলমান কাজে।
(১৫ জানুয়ারি ২০১২)