নবান্নের উৎসব বাংলার ঘরে ঘরে
কৃষকের মুখে হাসি, কৃষাণীর প্রাণে।
                  শ্যস্যের ঘ্রাণে
মন নেচে ওঠে হেমন্তের গানে।
মাঠে মাঠে সবুজ হলুদের বন্যা
নতুন স্বপ্নে বলে ওঠে হেমন্ত অনন্যা।
চারিদিকে ধান, পিঠা পয়েসের ধুম
কৃষাণ কৃষাণীর চোখে নেই ঘুম।
                   সারাদিন ধান আর ধান
অর্ধরাত অবধি চলে জারি সারি পালা গান।
     বাংলার কৃষকের প্রাণ
                    ধান আর গান,
চাঁদনি রাতে মাঠে ময়দানে ধানের গীত,
ঘাসের ডগায় শিশির জমে বলে দেয় শীত।
নাতিশীতোষ্ণ হেমন্ত বাংলার রূপসী রাণী,
প্রকৃতির বুকে সে বড় অভিমানি।
সূর্য ওঠার আগেই  মাঠে ছোটে,
ধানের মায়া সন্তানের মায়া বটে।
          মানুষের মুখে হাসি ফোঁটে,
কৃষকই বাংলার আসল মানুষ বটে।
হেমন্ত এসেছে বাংলার ঘরে ঘরে
বাংলার গ্রামে গ্রামে নবান্নের উৎসব করে।



                        ( ১৬ নভম্বর ২০০৮)