আজকে আমার হৃদয় জেগেছে
                       ঊষার সোনালী আলোতে।
         হেমন্তের মিষ্টি রোদে নবান্নের উৎসবে,
বাঙালির ঘরে ঘরে। বাংলার উৎসবে।
কৃষকেরা সোনালী মাঠে মেতেছে ধানের অনন্দে,
কৃষাণীরা আঙ্গিনা সাজিয়েছে উৎসবের ছন্দে।
ধানে ধান। হেমন্তের গান। বাঙালির প্রাণ
                   সোনালী ধান, অপূর্ব ঘ্রাণ।
  আজকে আবার হৃদয় জেগেছে
              একটি বছর পরে হেমন্ত এসেছে।
ধানে আর গানে সুর ওঠে সবার অজান্তে,
                   উৎসবের হেমন্তে।
                    গাঁদা জবা ফুলের পরে
  শিশির ভেজা শিউলি ভোরে,
                 হেমন্তের ঔ নবান্ন উৎসবে।
সোনালী আলোয় হেঁটে চলে কৃষক
                  বাবুই চড়ুই উড়ে ঝাক ঝাক।
গোধুলির সোনালী আলোয় ধূপ ছড়ায়,
                  মৌ মৌ গন্ধে ছিন্নি ছড়ায়।
      জেগে ওঠে বাংলার প্রাণ
        ধন্য কৃষক আর কৃষাণীরা মহান।
            হেমন্তের ধানে গানে
জেগে ওঠে সারা বাংলা, ছড়ায় নবীন ধানের ঘ্রাণ
ফিরে পায় গ্রাম বাংলার রূপ মহিমা,জেগে ওঠে প্রাণ।
                                                    


    (২১ নভেম্বর ২০০৯)