হেমন্তের আকাশ প্রকৃতি ঢেকেছে কুয়াশায়,
শীতে কাঁপছে ধরণী বৈরী আবহাওয়ায়।
নিঃসঙ্গতায় জুড়ে আছে মহাকাল!
দিনানুদিনের মাঝে রং রদলায় সকাল বিকাল।
না পাওয়ার বেদনায় সব কিছু করে প্রশ্নবিদ্ধ!
ঘাস পাতায় জমে থাকা শিশির বিন্দুর মতো স্তব্ধ।
উদ্বিগ্ন! উন্মুখ হয়ে প্রতীক্ষায় চেয়ে থাকে পথপানে,
সোনালী রোদ্দুর উঠার কত বাকি কে জানে?
কুয়াশার চাদরে ঢেকেছে প্রকৃতি বুনোমাঠ,
কাঁপছে শীতে শস্যক্ষেত, কখন হবে প্রভাত!
শীত বাতাসে ডালে ডালে পাখি গায়ে গায়ে বসে,
ওম্ খোঁজে ঠোঁট গুজে আপন পালকে শেষে।
রূপ মাধুরির হেমন্ত শেষে শীতের শৈত্য প্রবাহে,
কাঁপছে শুভ্র প্রকৃতি। কুয়াশা আর হিমবায়ু বহে।



(১১ডিসেম্বর২০০৯)