বৈশাখের তপ্ত ধুলোর মাঠে,
          অগ্নিবাণে ফেঁটে পড়ে আকাশ;
উদাসী মেঘগুলো আর্তনাদে বৃষ্টিতে ঝরে পড়ে,
তপ্ত বায়ুর মাঠে শিলা বৃষ্টির কালবৈশাখী ঝড়ে।
          আনন্দের ধারা ভূবনে ভূবনে,
         ফুল ফলে ভরে কাননে কাননে;
প্রকৃতির কোলে বাংলা দোলে জ্যৈষ্ঠ্যর মিঠে ফলে,
তপ্ত রোদে মরীচিকা ছোটে তীব্র গরমে ধরণী দোলে।
                (১০ মে ২০১৪)