ক্লান্তিময় আর স্থবিরতা থেকে জেগে উঠি,
                      অন্তর্গত শূন্যতায়!
স্বপ্ন বৃক্ষের বিস্তৃত গভীরতায়!
স্বপ্নবীজ গ্রোথিত সবুজ পাতার ঝিলিকে
     কষ্টের নীল বৃষ্টির পেয়ালায় চুমুকে,
অতলস্পর্শী হৃদয়ের গভীরে অনুভব
            ভালোবাসার অসীম মমত্ববোধ
অপার্থিব ভালোবাসা আর নির্ভরতার আশ্বাস
বিচূর্ণ বিশ্বাসের গর্তে জেগে উঠি
                     আনন্দের তন্ময়তায়!
স্বপ্ন প্রোথিত ভালোবাসায়।
আজন্ম বিশ্বাসের দর্পণে দেখেনি
অশ্রুর চোখে স্বপ্নবীজের হাতছানি,
প্রতীক্ষার প্রহর কাটে বন্ধুর সন্ধানে! সেই কবে,
অজান্তেই বুক কেঁপে ওঠে আত্মার অনুভবে।
অসীম অনুভূতির টানে জেগে উঠি
                       স্পর্শের কোমলতায়!
রক্তকনায় ক্ষত-বিক্ষত স্মৃতি
      বিমুগ্ধ প্রেমের মুখচ্ছবি ভালোবাসায়,
হৃদয় নিংড়ানো ভালোবাসা
সুন্দর স্বপ্ন জ্বলে প্রলয়ঙ্করী ঝড়ে
বেঁচে আছি কষ্টের সাগরে ডুব দিয়ে।
ক্লান্ত-অভূক্ত হৃদয়ে অধীর আগ্রহে থাকি
জীবন দুঃখ লুকিয়ে হাসিমুখে জেগে উঠি
                 ভালোবাসার আলোকবর্তিকায়!
নীড় ছেড়ে চলে আসি বিরহের গোধূলি বেলায়।
আক্রোশ ছেড়ে নিত্য অনুভবে
অজানার মাঝে লুকিয়ে-স্বপ্নের বিচরণ
                ধন্যবাদ! হৃদয়ের শিহরণ।