আজ কে এলো গো এই হৃদয়নীড়ে!
যৌবন জোয়ারের তমশার ভীড়ে,
              তরুর মর্মমূলে
প্রেমে মানব জমিন দোলে।
মনের নীলাম্বরে আবেগে আপনা যাই ভুলে,
                    কুঞ্জবনে অঞ্চলপড়ে খুলে।
নিবিড় কুন্তল ঘিরে
         হৃদয়নীড়ে।


সেই কালো দু’টি আঁখি দিয়ে
     ছলনায় রেখেছো ঘিরে
কী চাহনি আঁখি তলে!
ভাসালে কলস জলে।
আজ রজনীতে লাজে উদাসীন মনে,
     অনুরাগে বাঁধা সোহাগ বাঁধনে।
  যৌবনের ভরা বসন্ত নীড়ে
কে এলো আজ হৃদয় নীড়ে।


তীরে ভাসা বৃথা মনোআশা ভালোবাসা
      স্নেহ চুম্বন অভিসারে ভাসা ভাসা,
সে সুর কানে বাজে
আজও হাসে লাজে।
সে যে আপনা ভুলে গহিন তলে
          অঙ্গখানি ভাসায় জলে,
নিশীথে জাগো অনুরাগে উঠো দুলে
     হৃদয় নীড়ে কে তুমি জাগালে!


কে এলে! এসো! এ বুকে ঝাঁপ দাও
          জলে ভাসায়ে ফুল কী চাও!
   কামিনীর যামিনীতে আঁখি ছলছল
সপ্তর্ষীমণ্ডলে সুখতারা কতো উজ্জ্বল।
আপন মহিমা ঘিরে
হৃদয় নীড়ে।


ঐ দেখো দুর্গম পর্বতশিখরে গীত বাজে
     সুরতরঙ্গ হৃদয় নীড়ে আপন কাজে
গীতসুধা সুরে উদাস করা গানে
চেয়ে থাকে দু’জনে মুগ্ধ নয়নে।
হাসি হাসি মুখ, কাজল ভোমরা আঁখি চাহনিতে
        ডেকে যায় রূপ মাধুরির যাদুতে
উৎসুখ উন্মুখ ভালোবাসা
হৃদয় নীড়ে জাগে আশা।



(৩০ ডিসেম্বর ২০০৯)