হৃদয় মনে একবার যে আঘাত দেয়
         তার সাথে কী সখ্যতা হয়!
একবার ভঙলে মন
           হারাতে হয় মানিক রতন,
আর যদি ভাঙ্গে নদীর কূল!
        নদীতে হারায় বসতি কুল।
মনের আঘাত বিষম জ্বালা
মিলন বিনা পথ চলতে হয় একলা।
সাগর জলে ডুবলে তরি
           কেমনে দিবে সাগর পাড়ি!
যদি একবার নেভে ঝড়ের বাতি
     তখন কেউ হবে না তোমার সাথী!
ভাঙ্গা তরি উজান ভাটি,
        পায়ের তলায় পাবে কি মাটি?
চোরাবালির সাগরতীরে
        কিংবা তপ্ত খরার মরুর বুকে
                মরতে হয় ধুকে ধুকে।
তাই, একবার আঘাত দিয়ে ভাঙ্গলে মন
        কাচের মতো পৃথক হয় দু’জন।
মাটির পাতিল কিংবা কাচের জিনিস
              ভাঙ্গলে যেমন জোড়া লাগেনা
তেমনি হৃদয়াঘাত কখনো ভুলা যায় না।
মানব হৃদয় খুবই কোমল আবার কঠিন,
           ভাঙ্গলে একবার জীবন হয় মলিন।
                                


(১৪ নভেম্বর ২০০৯)