মানবপ্রেম ধ্বংসের দ্বারে,
           সহনশীলতা আজ স্বজাতিতে বৈরী,
ধন ঐশ্বর্য  ছেড়ে মানবতাকে জাগ্রত করা
                             খুব বেশি দরকারী।
লালসার অবক্ষয়ে নৈতিক অবক্ষয়,
                      দূষণ ঐ সমাজ ব্যবস্থায়।
দুর্নীতি, স্বজনপ্রীতিতে কলুষিত দেশ-জাতি,
                         মানবপ্রেম লোপ পায়।