তোমাকে দেখব বলে, ঘুরেছি বুনো ঝর্ণার পাদ দেশে;
একাকিত্ব আর বিষণ্নতার মনাকাশে ভেসে ভেসে।
সুপ্ত প্রেমের আবেগী প্রীতির ভালোবাসায় ঝুলেছি,
সময়ের ভাঁজে ভাঁজে সোনালী প্রেমে হাবুডুবু খেয়েছি।
হৃদয় ছুঁয়ে দিয়ে এভাবে হারিয়ে যাবে ভাবিনি,
ভাবলেশহীন আধাবোজা অশ্রুসজল চোখ শুকায়নি।