চলতে চলতে থেমে ছিলাম বটবৃক্ষ তলে,
              তখন সূর্য গিয়েছে অস্তাচলে।
কে যেন বলল, ‘এখন যাই চলে’।
শুধালাম কে তুমি? একাকি সন্ধ্যাকালে।
যাবে তুমি যাও চলে,
           আমাকে ডাকছো, হয়ত ভুলে!
      ‘চলো কথা হবে’,
                  কি কথা কবে?
  ‘কোথা ছিলে একলা?
                  তাও এলে এ অবেলা’!
সেই প্রথম পরিচয়
            চারিদিকে দেখছ। ‘ভয় হয়’!
যৌবনের টানে, মোহের ছোবলে
        কথা দিয়েছিলে ফাগুনের কালে।
সাঙ্গ হয়েছে কি তোমার খেলা?
  এখন ভাটির টান,
              তখন ছিল জোয়ারের বেলা।
বসন্ত উৎসব রাতি
            সে দিনে তরুণীর হৃদয়মাতি।
তারপর আকস্মৎ হারিয়ে গেলে,
          না পেয়ে হৃদয় উঠেছিল দুলে।
সুখতারা দেখ ঐ সন্ধ্যাকাশে
            সেই থেকে ছিলাম পরবাসে,
ডেকে জড়িয়ে আলিঙ্গনে
                  সে যে পরিচয় যৌবনে।
     (২৮ জুলাই ২০১২)