এমন যদি হতো এ জগতের
    সকল শত্রু, মিত্র হয়ে যেতো;
               কতই না ভালো হতো!


ভয়-ভীতি আর খুন-খারাবি কিছুই থাকত না
     অসৎ  পথে চলত না,
            ন্যায় নীতিতে থাকত সবে
                  অপূর্ব সুন্দর হতো এ ভবে।


এমন যদি হতো ধনি-গরিব সবাই
     মিলেমিশে করত সবে বাস
           আপন মনে করত সবে কাজ,
প্রকৃতির কোলে নামত শীতল বাতাস
         আনন্দে ভরে উঠত মন।


এমন যদি হতো কার কি আছে
   তা না দেখে, আপন মনে এগিয়ে যেতো।
        কত ভালোই না হতো যদি দুর্নীতি আর
             স্বজনপ্রীতি ভুলে, মেধা যোগ্যতা
                    কাজের মাপকাটি হতো।


এমন যদি হতো দেশের সম্পদ
      পাচার না করে দেশেই রেখে দিতো,
            কত সমৃদ্ধি না হতো।
                 পরনির্ভরশীলতা থাকত না,
                      সোনার বাংলা হতো।


       তবেই সুখী সমৃদ্ধির দেশ
                সোনার বাংলাদেশ হতো।
                (০৭ ডিসেম্বর ২০১৩)